Santiniketan: বীরভূমে তাপপ্রবাহের জেরে শান্তিনিকেতনে রবি-প্রণামে কাটছাঁট

Heat Wave Impacts Rabi-Pranam at Santiniketan, Birbhum

বীরভূমের পারদ ৪০ ছুঁইছুঁই। তাই শান্তিনিকেতনে (Santiniketan) রবি-প্রণামে কাটছাঁট করা হয়েছে। আজ ভোর ৫টায় বৈতালিকের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। উপাসনাগৃহে স্তোত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীতে গলা মেলান বিশ্বভারতীর পড়ুয়ারা।

বিশ্বভারতী সূত্রে খবর, প্রচণ্ড গরমের কারণে সকাল ৯টায় মাধবী বিতানের অনুষ্ঠান ও সন্ধেয় গৌর প্রাঙ্গণে শাপমোচন নাটক বাতিল করা হয়েছে। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ।

   

মঙ্গলবার সকাল থেকেই ভিড় জমেছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সারাদিনই বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে। কথায়, গানে, কবিতায় চলছে রবিস্মরণ। রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনাও লেগে রয়েছে।

সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌঁছন দেবাশিস কুমার, মালা রায়ও। রবীন্দ্রনাথের আবক্ষমূর্তিতে মাল্যদান করা হয়। রবিস্মরণে বক্তৃতাও করেন তাঁরা।

জোড়াসাঁকোয় আসার আগে আজ বাংলায় ট্যুইট করেন শাহ। তিনি লেখেন, ‘বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ

প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে। সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন