হকারদের থেকে বছরে ২৬৫ কোটি টাকার তোলাবাজি!

হকার বসাতে তোলা। হকার তুলতেও (Hawker Eviction) তোলা। হকারদের থেকে বছরে ২৬৫ কোটি টাকার তোলাবাজি। চাঞ্চল্যকর দাবি খোদ হকার নেতার। হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান…

হকার বসাতে তোলা। হকার তুলতেও (Hawker Eviction) তোলা। হকারদের থেকে বছরে ২৬৫ কোটি টাকার তোলাবাজি। চাঞ্চল্যকর দাবি খোদ হকার নেতার। হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষের দাবি, ‘২৬৫ কোটি টাকা ড্রেনেজ হয় হকারদের। বছরে ২৬৫ কোটি টাকা তোলা ওঠে’।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। বছরে ২৬৫ কোটি টাকা। চোখ কপালে ওঠার মতো অঙ্ক। হকারদের থেকে তোলাবাজি করে ২৬৫ কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর দাবি করছেন হকার সংগঠনেরই নেতা। শক্তিমান ঘোষ জানিয়েছেন যে তোলবাজির বেশিরভাগটাই ওঠে কলকাতার হকারদের থেকে। বাকিটা শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোলের মতো শহর থেকে। বছরে ২৬৫ কোটির তোলাবাজি। কারা তুলছে এই বিপুল টাকা? হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষের মতে, ‘পুলিশ না চাইলে পিচের রাস্তায় একটা হকার বসতে পারবে না। পুলিশের সঙ্গে কোথাও কোথাও ইউনিয়ন। ইউনিয়নের নামে তোলাবাজরা যৌথ পুলিশের সঙ্গে’।

   

সারি সারি হকার। রোজ উঠছে টাকা। কাদের পকেটে যায় এই টাকা। কাদের পকেট গরম হয়? অভিযোগ, প্রভুদের কাছে প্রতিদিন যায় নজরানা। রোজকার তোলা যায় নেতা, নেতার চেলা এবং পুলিশের পকেটে। আর মাসোহারা পান পুর-আধিকারিকরা। একদম ফুড চেন। প্রতি ধাপে সবার জন্য তোলার টাকার বরাদ্দ ভাগ করা থাকে। হকার নেতা শক্তিমানের মতে, ‘বিভিন্ন এলাকায় আলাদা আলাদা দাদারা আছে। মানে ইউনিয়নের নেতারা আছে। শুধু খবর নিন পুলিশের নামে কে টাকা তুলছে, যে টাকা তুলছে সেই টাকা পুলিশের পাওয়ার কথা। টাকার একটা অংশ সে নিচ্ছে’।

মমতার নির্দেশই সার, সাতসকালে বুলডোজার দিয়েই চলছে হকার উচ্ছেদ

পুলিশ, নেতা, নেতার চেলার পকেটে তোলাবাজির টাকা। হকারদের বিষয়টি দেখতে পুরসভাগুলিতে রয়েছে টাউন ভেন্ডিং কমিটি। এই কমিটিতে থাকেন পুর পদাধিকারী নেতা। কাউন্সিলররা এই কমিটিতে নেই। তাই এলাকা ধরে ধরে নেতার চেলারা ময়দানে নামেন। গড়িয়াহাট মার্কেট কিংবা হাতিবাগান। কলকাতায় ফুটপাথে নতুন দোকান খুলতে তোলা মাস্ট। হকার নেতা জানাচ্ছেন, ‘নিউ মার্কেটে বা গড়িয়াহাটে বসতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হয়।’

শুধু হকার বসাতে নয়, হকার তুলতেও তোলা দিতে হয়। কোনও দোকান বা শোরুমের সামনে থেকে হকার তুলতে দিতে হয় তোলা। হকারের হাত বদল হলেও তোলা। ফুটপাথ ভাড়া দিলেও তোলা। বড় জায়গায় ভাগাভাগি করে নতুন হকার বসালেও তোলা। এর সঙ্গে প্রতিদিনের তোলা তো রয়েইছে। সব মিলিয়ে সারা রাজ্যে হকারদের থেকে ২৬৫ কোটি টাকার তোলা ওঠে বলে দাবি হকার নেতার।

নাস্তানাবুদ হবেন রাজ্যপাল? দিল্লির হোটেলে আনন্দ-ভিডিও ফাঁসের হুঁশিয়ারি কুনালের