খুশির খবর! আরও প্রচুর মানুষ পেতে চলেছে ‘এই’ ভাতা, রইল বিস্তারিত

রাজ্য জুড়ে একের পর এক প্রকল্প সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। তবে সেই সকল প্রকল্পের পাশাপাশি এবার বাড়ানো হল এক বিশেষ ভাতা। যেখানে উপকার…

Old Age Pension Scheme

রাজ্য জুড়ে একের পর এক প্রকল্প সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। তবে সেই সকল প্রকল্পের পাশাপাশি এবার বাড়ানো হল এক বিশেষ ভাতা। যেখানে উপকার পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। তবে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যেখানে তারা খাদ্য থেকে শিক্ষা ,চিকিৎসা সমস্ত সুবিধাই পেয়ে থাকে।

তবে রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প ঘোষণা করা হল তা বার্ধক্য ভাতাকে কেন্দ্র করে। তবে এই প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে, সেখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে ৫০০০০ উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ২০ লক্ষ ১৫ হাজার উপভোক্তাদের প্রতিমাসে এক হাজার টাকা করে প্রদান করা হয়ে থাকে।

   

এছাড়া নতুন করে ৫০ হাজার উপভোক্তা যুক্ত হওয়ার ফলে বর্তমানে সংখ্যাটা দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজার। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ২০২১ সালে টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান তাদের ১ হাজার টাকার মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের ২০০ টাকা এবং ৮০ বছরের ঊর্দ্ধের উপভোক্তাদের ৩০০ টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। তাহলে আর দেরী না করেই আবেদন করতে পারেন আপনিও এই প্রকল্পে।