হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় সায় হাইকোর্টের, মেনে চলতে হবে একাধিক শর্ত

কলকাতা: রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। পুজো ও শোভাযাত্রা ঘিরে শহরে চলছে জোর প্রস্তুতি। আর এই আয়োজনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্যোক্তারা। তিনটি…

hanuman jayanti procession permits

কলকাতা: রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী। পুজো ও শোভাযাত্রা ঘিরে শহরে চলছে জোর প্রস্তুতি। আর এই আয়োজনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্যোক্তারা। তিনটি পৃথক মামলায় বৃহস্পতিবার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। শুনানি শেষে বিচারপতি শর্তসাপেক্ষে সব ক’টি অনুষ্ঠানের অনুমতি দেন।

কলেজ স্ট্রিটে শোভাযাত্রা, অনুমতি বিকেল ৫টা থেকে রাত ৮টা hanuman jayanti procession permits

প্রথম মামলায় অনুমতি পেয়েছে কলেজ স্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ স্ট্রিট পর্যন্ত শোভাযাত্রা। আয়োজক ‘হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি’।

বিচারপতির নির্দেশ অনুযায়ী hanuman jayanti procession permits

*শোভাযাত্রা করা যাবে ১২ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত

*অংশ নিতে পারবেন ২০০ থেকে ২৫০ জন

*ডিজে বাজানো যাবে না

*ধাতুর অস্ত্র নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না

*প্রতীকী অস্ত্র হিসেবে পিভিসি দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করা যাবে

*৫টি মাইক্রোফোন, ৪টি বাইক ও ৪টি গাড়ি ব্যবহার করা যাবে

জানা গিয়েছে, এই শোভাযাত্রায় থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সতীন্দ্রপল্লিতে মন্দির চত্বরে পুজো, রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ৷ দ্বিতীয় মামলায় বাঁশদ্রোণীর সতীন্দ্রপল্লির হনুমান মন্দিরে পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisements

আয়োজক: হনুমান জয়ন্তী উদযাপন সমিতি hanuman jayanti procession permits

পুরসভার অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হবে

অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে

শিশুভারতী মাঠেও মিলল অনুমতি, চলবে ১৩ এপ্রিল পর্যন্ত

তৃতীয় মামলায় বাঁশদ্রোণীর শিশুভারতী মাঠের কাছে ‘রামদূত সংঘ’-এর আয়োজনে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানেও অনুমতি মিলেছে। অনুষ্ঠান চলবে ১২ ও ১৩ এপ্রিল৷ পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হব৷

আদালতের কড়া নজর hanuman jayanti procession permits

সম্প্রতি রামনবমীর মিছিল নিয়েও একাধিক মামলার শুনানি হয়েছিল হাইকোর্টে। এবার হনুমান জয়ন্তীর ক্ষেত্রেও একইভাবে আদালতের অনুমতির পথে এগোলেন উদ্যোক্তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা নেই, তবে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করেই করতে হবে অনুষ্ঠান।

West Bengal: Hanuman Jayanti celebrations in Kolkata! High Court grants conditional approval for processions. College Street Hanuman Temple to Hari Ghosh Street procession permitted from 5 PM to 8 PM. Stay updated on festival events, timings, and city preparations.