হাঁসখালিতে নিয়ম ভেঙেছে বিজেপি, জনস্বার্থ মামলা দায়ের

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে হাঁসখালির (Hanskhali) ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যায় দলটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ধর্ষিতার নাম সবার সামনে বলে নিয়ম…

BJP's fact finding report was submitted to Amit Shah

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে হাঁসখালির (Hanskhali) ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যায় দলটির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ধর্ষিতার নাম সবার সামনে বলে নিয়ম ভেঙেছেন বিজেপি সাংসদ। এমন অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো।

আরও অভিযোগ, হাঁসখালির ঘটনায় তদন্তে প্রভাব বিস্তার করছে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে।

   

উল্লেখ্য, ১৫ এপ্রিল হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান উত্তরপ্রদেশের যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। অভিযোগ, সেখানে সকলের সামনেই নির্যাতিতার নাম বলে দেন তিনি। তা নিয়েই দায়ের হয়েছে মামলা।

মামলাকারী আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানিয়েছেন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করছে, সেখানে এই বিজেপি নেতাদের খোঁজ খবর নিয়ে আলাদা করে রিপোর্ট তৈরি করছে। এতে তদন্তে ভীষণভাবে প্রভাব পড়বে।

নিয়ম অনুযায়ী, কখনই ধর্ষিতা অথবা নির্যাতিতার নাম বলা যায় না। শিশু সুরক্ষা কমিশনের প্রধান এবং নারী অধিকার রক্ষা কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূল। তবে মুখ ফসকে বলে ফেলেছেন সাংসদ একথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।