কখনও বন্ধ, কখনও খোলা! দুঃসময়ে সাহায্য পাচ্ছে না চা বাগানের কর্মরত শ্রমিকরা। তাই বারংবার আন্দোলনের পথে নামেন তারা। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দার্জিলিংয়ের রংনীত চা বাগান। নববর্ষ থেকে ফের খুলেছে সেই চা বাগান। কিন্তু চা-বাগান খুলতে না খুলতেই অনশন শুরু করেছে শ্রমিকদের একাংশ।
জানা গেছে দীর্ঘদিন পর রংনীত চা বাগান খুলেছে। আর খুলতেই অনশন শুরু হয়েছে শ্রমিকদের। একইসঙ্গে দাবি আদায়ের আমরণ অনশনে বসেছে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড ও তার স্ত্রী।শুক্রবার থেকে শুরু হয়েছে এই অনশন। জানা গিয়েছে, এই চা বাগান থেকে মোট ৯০ জন কর্মচারী কাজ করেন। আর তার মধ্যে রিলে অনশনে বসেছে ১০ থেকে ১৫ জন শ্রমিক।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ কতৃপক্ষ নিজেদের ইচ্ছেমতো চা বাগান খোলে এবং বন্ধ করে। দীর্ঘদিন ধরেই এই চা বাগানে মজুরি, গ্র্যাচুইটি, প্রভিডেন্ড ফান্ড নিয়ে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু বারংবার আশ্বাস দিও সমস্যার সমাধান করছেন না চা বাগান কর্তৃপক্ষ।
পাশাপাশি জানা গিয়েছে, চা বাগান কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়েছে। এমনকি আন্দোলনরত শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজ নিতে ঘটনাস্থলে এসেছিলেন জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের কর্মীরা।