শৈলরানি দার্জিলিং জুড়ে নীরব পরিবর্তন। খাদে পড়ল মোর্চা শিবির। নতুন তৈরি হওয়া হামরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা। আরও তাৎপর্যপূর্ণ, বিজেপি শূন্য হয়ে গেল দার্জিলিং।
দার্জিলিংয়ের পুরভোট ফলাফল খাদের ধারে দাঁড় করিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরি, বিনয় তামাং, অনীত থাপাদের। তার বদলে উঠে এসেছেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড।
গোর্খাল্যান্ড ভিত্তিক রাজনীতির দল সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফ থেকে বেরিয়ে এসে হামরো পার্টি তৈরি করেন এডওয়ার্ড। একইভাবে গুরুং বেরিয়ে এসে গোজমুমো গঠন করেছিলেন। তবে তিনি জমি হারাচ্ছেন।
দার্জিলিং পুরসভার মোট ৩২টি আসন। ১৮টি আসনে জয়ী হামরো পার্টি। তবে হেরে গিয়েছেন দলের সভাপতি অজয় এডওয়ার্ড।
আরও তাৎপর্যপূর্ণ, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পেয়েছে ৮টি আসন। তিন নম্বরে নেমেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তারা পেয়েছে ৪টি আসন। ২টি আসনে জয়ী টিএমসি। বিজেপি শূন্য।