Haldia: জলের ট্যাঙ্কে নাচানাচি, নামাতে গিয়ে হিমশিম খেতে হলো প্রশাসনকে

water tank

রাতের অন্ধকারে সারা গ্রাম জুড়ে হইচই। ঘরে তখন ঘুমোনোর প্রস্তুতি চলছে ঠিক তখন গ্রামের কিছু মানুষ লক্ষ্য করেন আকাশচুম্বী ট্যাঙ্কের ওপর কিছু যেন একটা নড়াচড়া করছে।

হলদিয়ার হাতিবেড়িয়া গান্ধীনগর এলাকায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। প্রায় ৮০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় উঠে পড়েছিলেন ওই যুবক। রাত ১১টা নাগাদ ওই যুবককে জলের ট্যাঙ্কের উপর নাচানাচি করতে দেখেন স্থানীয়রা। অই যুবক অত রাতে ওইখানে কীভাবে উঠলেন,তা বুঝতে পারেন না কেউ। তাকে নামানোর জন্য ডাকাডাকিও করেও কোনও লাভ হয় না।

   

একটি সংবাদমাধ্যমে থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, কিছু এলাকাবাসী ওই ব্যক্তিকে দেখতে পান কিছু এলাকাবাসী।স্থানীয় ব্যক্তি এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান খবর পেয়েই ছুটে যান ঘটনাস্থলে। সূত্র মারফৎ জানা গিয়েছে নাচানাচি শেষ হওয়ার পরেই অই লোকটি নেশার জিনিস চাইতে শুরু করেন।

ওই মত্ত যুবককে নামিয়ে আনতে হলদিয়া থানার পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে নানা কসরত করতে থাকেন ওই যুবক। যুবক যে কোনও মুহূর্তে ঝাঁপ দিতে পারে এমন অবস্থাও তৈরি হয়। স্থানীয় এক যুবক ওই ট্যাঙ্কের উপর উঠে নানাভাবে নীচে নামার জন্য অনুরোধ উপরোধ করতে থাকেন। টানটান উত্তেজনা চলতে থাকে।

অবশেষে টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে রাত সাড়ে ১১ টা নাগাদ ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে তাঁর নাম শেখ মিরাজ। বাড়ি ভবানীপুর এলাকায়। তবে তিনি হলদিয়ায় কী করতে এসেছিলেন, তা স্পষ্ট হয়নি এখনও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন