বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য দারুণ খবর! ঘরে বসেই জেনে নিন এই সুযোগ আপনিও পাচ্ছেন কিনা

এতদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু বয়স্ক নাগরিকদের একটা বড় অভিযোগের জায়গা ছিল বার্ধক্য ভাতা না পাওয়া। অনেকেরই বক্তব্য, বহুবার আবেদন করেও মেলিনি বয়স্ক ভাতার…

old-age-pension.jpg

এতদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু বয়স্ক নাগরিকদের একটা বড় অভিযোগের জায়গা ছিল বার্ধক্য ভাতা না পাওয়া। অনেকেরই বক্তব্য, বহুবার আবেদন করেও মেলিনি বয়স্ক ভাতার টাকা ব্যাঙ্কের খাতায় ঢুকবার কোনও মেসেজ। মিলেছে শুধুই সরকারি আধিকারিক বা লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের ফাঁকা আশ্বাসবাণী। তবে এবার তাদের মধ্যে কিছু মানুষের হয়তো সুরাহা হতে চলেছে।

রাজ্য সরকারের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবার নতুন করে আরও ৫০,০০০ মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে চলেছে সরকার। আর এই ঘোষণার পর কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন  বহুদিন ধরে আবেদন করেও ভাতা না পাওয়া বয়স্ক নাগরিকেরা। কিন্তু নবান্ন সূত্রে যা খবর এখনও অব্দি যারা অ্যাপ্লাই করেছেন অথচ পাচ্ছেন না, তাদের মধ্যে থেকেই এই ৫০,০০০ মানুষকে বেছে নেওয়া হতে চলেছে।

   

সে ক্ষেত্রে কি আপনি ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন? যদি করে থাকেন তাহলে আপনার আবেদন গৃহীত হয়েছে কি হয়নি সেটা জানবেন কিভাবে? এরজন্য এখন আপনাকে লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের অফিসে দৌড়ে যেতে হবে না। বাড়িতে বসেই জেনে নিতে পারবেন এযাত্রায় আপনার ভাগ্যে ১০০০ টাকার পেনশন জুটল কিনা।

রাজ্য সরকার সূত্রে বলা হচ্ছে, আপনার মোবাইল নাম্বার যদি রাজ্য সরকারের ই-পোর্টালে রেজিস্টার্ড হয়ে থাকে আপনার করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি ‘DUWARE SARKAR’ বা https://ds.wb.gov.in/Check_Application_Status.aspx – এই পোর্টালে গিয়ে আপনার রেজিস্টার্ড নাম্বার দিয়ে, নির্দিষ্ট ‘কি-বাটন’ অর্থাৎ এই ক্ষেত্রে ওল্ড এজ পেনশন অপশন সিলেক্ট করে আপনার আবেদনের অবস্থা এবং অগ্রগতির ব্যাপারে জানতে পারবেন ঘরে বসেই।

এছাড়াও আপনি যদি ইন্টারনেট ব্যবহারে খুব একটা সড়গড় না হন, সেক্ষেত্রে মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও আপনি আপনার বার্ধক্য-ভাতার আবেদনের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। কিন্তু শর্ত একটাই, যে নাম্বার থেকে মেসেজটি করবেন সেটি ই-পোর্টালে অবশ্যই রেজিস্টার্ড হতেই হবে।

কিভাবে মেসেজ করবেন আর কোন ফরমেটে মেসেজ করবেন সেই সম্পর্কে যাবতীয় বিবরণ দিয়ে দেওয়া হল। নিম্নলিখিত বিন্যাসে 9002481874 নম্বরে এসএমএস পাঠাতে পারেন: – WBEPEN < ফাঁকা স্থান < ব্যবহারকারী আইডি। যেমন উদাহরন হিসাবে বলা যায় WBEPEN JDABKP1 । 

তাহলে আর কি, বাড়িতে বসেই খোঁজ নিয়ে নিন এযাত্রায় আপনার আবেদনের সদগতি হলো কিনা সেই বিষয়ে। এতদিন ধরে তো শুনে এসেছেন, বিভিন্ন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন না। কিন্তু আরও একটি নতুন তথ্য দিয়ে রাখি, যদি কেউ ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জন করে থাকে তাহলে তিনি এই সরকারি সুবিধা পাবেন না।