Bay of Bengal: সাগরে জলোচ্ছাস, উপকূলে ঢুকছে ষাঁড়াষাঁড়ির বান

হাওয়া অফিসের (Weather) পূর্বাভাসের কারণে আগেই উপকূল এলাকার দুই জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগনা ( Dakshin 24 Pargana) বিস্তির্ণ এলাকায় সতর্কতা…

হাওয়া অফিসের (Weather) পূর্বাভাসের কারণে আগেই উপকূল এলাকার দুই জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগনা ( Dakshin 24 Pargana) বিস্তির্ণ এলাকায় সতর্কতা জারি হয়েছে। এদিকে শনিবার বেলা বাড়তেই বঙ্গোপসাগর (Bay of Bengal) ফুঁসতে শুরু করল। বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। জলোচ্ছাস শুরু। ভাঙছে উপকূলের সমুদ্র বাঁধ। ষাঁড়াষাঁড়ির বান ডাকছে সাগরে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া জানাচ্ছে, উপকূলের দিক থেকে শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসছে। দীঘার শুরু জলোচ্ছাস। একই পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও। সাগরদ্বীপ সহ বিভিন্ন এলাকায় জলপথ পরিবহণ সাময়িক বন্ধ।

   

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। উত্তর ২৪ পরগনার সুন্দরবন ও বড় বড় নদী মোহনা এলাকাতে জারি সতর্কতা।

মুলত জোড়া নিম্ন চাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে খবর। সেই পাশাপাশি কোটাল থাকায় জলোচ্ছাস বাড়বে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘণূভূত হয়ে আরো গভীরে নিম্নচাপে পরিণত হয়েছে । তারই প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূল এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর।

উপকূল এলাকা জুড়ে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে মানা অবধি ক্রয়া হয়েছে। দীঘার পাশাপাশি বকখালিতেও চলছে মাইকিং।