আজ শনিবার লোকসভা ভোটের (Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হবে। এদিন দুপুর তিনটে নাগাদ জানা যাবে লোকসভা ভোটের নির্ঘণ্ট। এদিকে রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে বাংলার দিকে। ৭ দফায় নাকি ৯ দফায় বাংলায় ভোট হবে তা আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে। তবে এই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই বড় মন্তব্য করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বসু (CV Ananda Basu)।
তিনি জানান, ‘ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকবো। ভোর ৬টা থেকে রাস্তায় থাকবো। হিংসা ও দুর্নীতি রোখাই আমাদের প্রথম লক্ষ্য। আমার দুটি অগ্রাধিকার হবে নির্বাচনে সহিংসতা ও দুর্নীতির অবসান ঘটানো। আমি জনগণের জন্য প্রস্তুত থাকব। বাংলায় মানুষের রক্তে ভরপুর রাজনৈতিক ‘হোলি’ আর চলবে না।’
#WATCH | On Lok Saha elections in West Bengal, Governor CV Ananda Bose says, “My two priorities will be to see that violence and corruption is ended in elections. I will be available for the people. Political ‘Holi’ with human blood will not be allowed in Bengal anymore.” pic.twitter.com/7QJkL8jn9C
— ANI (@ANI) March 16, 2024