রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল

রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল। নিজেই টুইট করে সে কথা জানালেন সকলকে। তিনি লেখেন, ‘৭ মার্চ রাত ২টোয় বসবে অধিবেশন। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন…

রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল

রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল। নিজেই টুইট করে সে কথা জানালেন সকলকে। তিনি লেখেন, ‘৭ মার্চ রাত ২টোয় বসবে অধিবেশন। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত।’

তিনি আরও জানান, মধ্যরাতের পর অধিবেশনের সময় কিছুটা অদ্ভুত মনে করে, আজ দুপুরের আগে জরুরি পরামর্শের জন্য মুখ্য সচিবকে ডেকে একটি আউটরিচ প্রচেষ্টা করা হয়েছিল।

সম্প্রতি বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন রাজ্যপাল। সেইসময়ে তিনি লেখেন, ১২ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হচ্ছে বিধানসভার অধিবেশন। সংবিধানের ১৭৪ নম্বর ধারা মেনে এই কাজ করেছেন তিনি।

সংবিধানের ১৭৪ ধারা অনুযায়ী, রাজ্যপাল সময় মতো আইনসভার কোনও কক্ষের অধিবেশন ডাকতে পারেন। তবে একটি অধিবেশনে শেষ বৈঠক এবং পরবর্তী বৈঠকের মধ্যে পর ছয় মাস তিনি হস্তক্ষেপ করবেন না। গভর্নর কোনও কক্ষের অধিবেশন স্থগিত করতে পারেন বা বিধানসভা ভেঙে দিতে পারেন। 

Advertisements