গরমের ছুটির পর স্কুল খুলছে কবে থেকে? নির্দেশিকা জারি সরকারের

Uluberia Incident Prompts State to Revamp School Transport Safety Measures
Uluberia Incident Prompts State to Revamp School Transport Safety Measures

কেটেছে দাবদাহ, সাঙ্গ হচ্ছে ভোট-ও। এবার স্কুলে খোলার পালা। ছুটি শেষের দিন ঘোষণা করে দিল রাজ্য সরকার।

আগামী ১০ জুন থেকে খুলছে বাংলার সরকারি ও সরকার পোষিত সব স্কুল। সোমবারই স্কুলশিক্ষা দফতের তরফে নির্দেশিকা জারি করে স্কুল খোলার ঘোষণা করা হয়েছে। তবে সরকারি, সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি তার আগেই শেষ হচ্ছে।

   

মমতার আর্জি মানলেন মোদী, বাংলার মুখ্যসচিব পদে গোপালিকার মেয়াদ বাড়ল

জারি করা শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে পন-পাঠন চালু করা সম্ভব নয়। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে, শুরু হবে পঠন-পাঠন।

Mamata Banerjee: বড় দোষ স্বীকার মমতার! ভোটের মাঝে হঠাৎ বোধদয়?

৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। তবে তাপপ্রবাহের জেরে ছুটি এগিয়ে আনতে হয়। না হলে ছাত্র ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ছিল। ফলে ২২ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর। তার মধ্যেই ভোট প্রক্রিয়া চলে। বহু স্কুলে নির্বাচনী বুথ হয়। সেসবের পর এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন