রাজ্যপালের নির্দেশে সরানো হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, কারণ কী?

কলকাতা: রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ২৫ অগাস্টের কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে…

Gour Banga VC removed by Governor

কলকাতা: রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ২৫ অগাস্টের কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে ব্যর্থ হওয়ার অভিযোগেই উপাচার্যকে সরানোর প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে। তবে উপাচার্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও দায়িত্বে গাফিলতির অভিযোগও রয়েছে।

দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর্থিক দুর্নীতি, নথি ও উত্তরপত্র চুরি, প্রশাসনিক গাফিলতির মতো অভিযোগে বহু অধ্যাপক ও কর্মকর্তাকে দীর্ঘদিন ধরে সাসপেন্ড করা হয়েছিল।

   

রাজ্যপালও বিশ্ববিদ্যালয়ের এই দুর্নীতি ইস্যুতে আগেই সরব হয়েছেন। এ প্রসঙ্গে বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দলও বিষয়টি রাজ্যপালের নজরে তুলে এনেছে। এই প্রেক্ষিতে রাজ্য উচ্চ শিক্ষা দফতর থেকে চার সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল, যার মধ্যে ছিলেন উপাচার্যও। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি ঘটায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে বিপুল টাকা খরচ Gour Banga VC removed by Governor

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দেড় দশক আগে মালদহে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদহ ও দুই দিনাজপুর জেলার ২৫টি কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী পড়াশোনা করেন। ২০১৬ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচের অভিযোগ ওঠে। সেই সময় হিসাব বহির্ভূত খরচ ও বরাদ্দ অর্থের অনিয়মও প্রকাশ্যে আসে।

Advertisements

রাজ্যপালের নির্দেশে উপাচার্যকে সরানো হলেও, পবিত্র চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

West Bengal: West Bengal Governor CV Ananda Bose has removed Gour Banga University Vice-Chancellor Pabitra Chatterjee, citing his failure to organize the convocation ceremony and long-standing allegations of corruption and mismanagement. The decision comes after a prolonged period of complaints against the university’s administration.