নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) তাঁর ভূমিকা তদন্তকারী সংস্থার স্ক্যানারে সেই গোপাল দলপতি (Gopal Dalapati) একের পর এক নাম উল্লেখ করে কার্যত বিস্ফোরণ ঘটাচ্ছেন৷ এখন আবার যে কথা বললেন তাতে আগামী তিন চার দিনের মধ্যে বড় কিছু একটা ঘটতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
দুর্নীতিকান্ডের তদন্তের মাঝেই দিল্লিতে রয়েছেন গোপাল। সেখান থেকেই বারবার হুঙ্কার দিচ্ছেন তিনি৷ মঙ্গলবার জানালেন, এরপর যে নাম সামনে সবাই তা সময়মতো দেখতে পাবে। সেই নাম সামনে এলেই বিস্ফোরণ হবে। তবে নাম তো নামই। দুর্নীতিতে নামের আবার ছোট বড় কী আছে। নাম তো নামই।চলতি সপ্তাহেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে গোপাল দলপতির৷ তদন্তকারী সংস্থার সামনেই কী সেই নাম তুলে ধরবেন গোপাল?
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর একের পর এক নাম উঠে এসেছিল৷ এর মধ্যে অন্যতম ছিল তাপস মণ্ডল। তাপসের থেকেই উঠে আসে কুন্তল ঘোষের নাম৷ আবার কুন্তলেএ মুখে শোনা যায় গোপাল ও তাঁর প্রাক্তন স্ত্রী হৈমন্তীর নাম৷ এখন গোপালের মুখ থেকে বিভাসের নাম শুনেই তল্লাশি শুরু করে ইডি। তাহলে কী এই গোপাল আবার বিস্ফোরণ ঘটাবেন?
তদন্তকারী সংস্থার দাবি, যেভাবে নিয়োগ দুর্নীতির জাল বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, তাতে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বড় কোনও মাথার হদিশ পাওয়া যেতে পারে৷ যে এই কোটি কোটি টাকার দুর্নীতির অন্যতম মাথা।