Monday, December 8, 2025
HomeWest BengalRecruitment Corruption: 'হৈমন্তীকে ফাঁসিয়ে দুর্নীতি ঢাকছে অনেকে', স্ত্রীকে নিয়ে বিস্ফোরক গোপাল

Recruitment Corruption: ‘হৈমন্তীকে ফাঁসিয়ে দুর্নীতি ঢাকছে অনেকে’, স্ত্রীকে নিয়ে বিস্ফোরক গোপাল

- Advertisement -

রাজ্য শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) এখন অন্যতম চর্চিত নাম গোপাল দলপতি ও তার লিভ ইন পার্টনার হৈমন্তী। তবে হৈমন্তীকে স্ত্রী বলেছেন গেপাল।দুজনেই পলাতক। তাদের খোঁজ শুরু করেছে সিবিআই। এবার গোপাল জানিয়েছেন, সিবিআইকে বলেই দিল্লিতে এসেছি। মামলা মিটিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে ফিরব।

এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে হয়ছে তাকে। কিন্তু গত কয়েকদিন ধরেই বেপাত্তা গোপাল। তৃ়ণমূল নেতা কুন্তল সম্পর্কে বিস্ফোরক তথ্য তুলে ধরেনি তিনি। সেখানে তিনি বলেন, মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় তার থেকে নথি নিয়েছিল কুন্তল। সেই নথি থেকে হৈমন্তীর নাম উঠে এসেছে। এখন নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে।

   

গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর। নিজেদের সম্পর্ক নিয়ে গোপাল বলেন, হৈমন্তীর সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা চলছে। এই মুহুর্তে কোথায় রয়েছেন তিনি, তা জানেন না।
 অন্যদিকে, হৈমন্তীর বাড়ির বাইরে থেকে রোল নম্বরের শিট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। শিক্ষামহলের একাংশ এবং তদন্তকারীদের একাংশ মনে করছেন, এগুলো আসলে রোল নম্বরই। তবে কীসের এই নম্বর, তা এখনও ধোঁয়াশায়

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular