Purba Bardhaman: দামি গাড়িতে ছাগল চুরি! চক্ষু চড়কগাছ স্থানীয় থেকে পুলিশের

বর্ধমানের কাঁকসায় ছাগল চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের কাঁকসার। দামি গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় স্থানীয়দের মধ্যে। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই হইচই পড়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়ে সঙ্গে সঙ্গেই। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

বর্ধমানের কাঁকসার মোল্লাপাড়া থেকে ছোট গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভি-র ফুটেজে দেখা গেছে গত ২৪ তারিখ দুপুর ২টো নাগাদ কাঁকসার মোল্লাপাড়া থেকে একটি ছোট গাড়িতে করে কয়েকজন রাস্তার ধার থেকে একটি ছাগল চুরি করে পালিয়ে যায়।

   

এলাকা থেকে ছাগল চুরির ঘটনার সেই ভিডিও ম্পল্লাপাড়ার বাসিন্দারা কাঁকসা থানার পুলিশের হাতে দেয়। সিসিটিভির ফুটেজ দেখেই তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। রবিবার সকালে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে ছাগল চুরি হওয়ার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকায় ছাগল চুরি হচ্ছিল। বিষয়টি নজরে রাখার জন্য ছাগল চুরি হলেই এলাকার বাসিন্দারা সিসিটিভির উপর নজর রাখতে শুরু করেন। অবশেষে ছাগল চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন