মালদহ: মহারাষ্ট্র ও কেরলে বিজেপির অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে এবার পশ্চিমবঙ্গ জয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহে দেশের প্রথম ‘স্লিপার বন্দে ভারত’ ট্রেনের উদ্বোধন এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী দাবি করেন, ভারতের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ (Gen Z) এখন পুরোপুরি বিজেপির উন্নয়ন মডেলেই বিশ্বাসী।
মুম্বই-কেরলের উদাহরণ ও জেন-জির ভরসা
প্রধানমন্ত্রী এদিন মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে বিজেপির রেকর্ড জয়ের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC), যা বিশ্বের অন্যতম বড় পুরসভা, সেখানে এবার ইতিহাস গড়েছে বিজেপি। পাশাপাশি কেরলের রাজধানী তিরুবনন্তপুরমেও আমরা প্রথমবার মেয়র পেয়েছি। যে সব জায়গায় বিজেপির জয় অসম্ভব ভাবা হতো, সেখানেও এখন মানুষ আমাদের দু’হাত তুলে আশীর্বাদ করছেন।” তিনি আরও যোগ করেন, “বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি এখন বিজেপির বিকাশের রাজনীতিকে আপন করে নিয়েছে।”
মমতাকে তোপ ও ‘সুশাসন’-এর বার্তা Gen Z support BJP
তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদী বলেন, “বাংলার প্রতিটি কোণে এবার বিজেপির সুশাসন দরকার। বিহারের জয়ের পর বলেছিলাম মা গঙ্গার আশীর্বাদে বাংলায় উন্নয়নের গঙ্গা বইবে, বিজেপিই তা নিশ্চিত করবে।” তাঁর অভিযোগ, তৃণমূলের অপশাসনে বাংলার উন্নয়ন থমকে গিয়েছে।
অনুপ্রবেশ ও মোদী গ্যারান্টি
এদিন বাংলায় অনুপ্রবেশ সমস্যা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। নাম না করে বিদেশের উদাহরণ টেনে তিনি বলেন, “উন্নত দেশগুলোও এখন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়িয়ে দিচ্ছে। বাংলাতেও এই সমস্যার সমাধান জরুরি।” অন্যদিকে, মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি ‘মোদী গ্যারান্টি’ দিয়ে বলেন, ভারতীয় সংবিধান তাঁদের সর্বদা সুরক্ষা দেবে।
প্রধানমন্ত্রী এদিন সাফ জানান, মালদহের এই জনসমুদ্রই বলে দিচ্ছে, এবারের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আনবে।
