TMC: বিজেপির দেখানো পথে এবার তৃণমূলের গীতাপাঠ সমাবেশ

কলকাতার পর এবার দিঘা। সৈকত শহরেও বসবে দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর। এবার সেই কথা জানালেন রাজ্যেরই এক মন্ত্রী। রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল (TMC)…

কলকাতার পর এবার দিঘা। সৈকত শহরেও বসবে দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর। এবার সেই কথা জানালেন রাজ্যেরই এক মন্ত্রী। রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল (TMC) বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। লোকসভা ভোটের আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে। মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতাপাঠের আসর।

সম্প্রতি ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। চড়তে শুরু করে বিজেপি বনাম তৃণমূলের বাগযুদ্ধের পারদ। বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে গত রবিবারই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। তাতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির তাবড় নেতানেত্রীদের। প্রধানমন্ত্রী আসতে না পারলেও, ব্রিগেডে গীতাপাঠের প্রশংসা করে লিখিত বার্তা দেন তিনি।

   

সেই অনুষ্ঠান নিয়ে বিজেপি শিবির যখন হিন্দুত্বের পালে হাওয়া তুলতে ব্যস্ত, তখন তৃণমূল সরকারের মন্ত্রীর গলায় শোনা গেল দিঘায় গীতাপাঠের কথা। এবার কি তাহলে গীতাকে হাতিয়ার করেই ভোটবাক্সে ঝড় তুলতে চাইছে সব রাজনৈতিক দলগুলি।‌

Advertisements

উল্লেখ্য, রামনগর ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী অখিল গিরি। প্রতিবাদ সভা থেকে মন্ত্রী বলেন, “বিজেপির গীতা পাঠে বেশি লোক হয়নি। তাই যখন ওদের ডাকে লোক আসেনি তখনই স্বামীজীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। আমরা এর আগে চণ্ডীপাঠ করব ভেবেছিলাম। কিন্তু কোনও কারণ বসত তা হয়ে ওঠেনি। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন গীতা পাঠ করা হবে। আশা করছি ১০ হাজার মানুষ থাকবেন।”