পুজোর মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাট, কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ীরা

সামনেই পুজো। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তার আগেই রবিবার ভোরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সাতসকালে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় আচমকা সিলিন্ডার ফেটে ঘটে…

Gas Cylinder Blast Sparks Fire, 6 Shops Burn Down in Hooghly

সামনেই পুজো। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তার আগেই রবিবার ভোরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সাতসকালে হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা বাসস্ট্যান্ড এলাকায় আচমকা সিলিন্ডার ফেটে ঘটে গেল ভয়াবহ আগন (Hooghly Fire) লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখা(Hooghly Fire) ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মোট ছ’টি দোকান। পুজোর মুখে সর্বস্ব হারিয়ে হতবিহ্বল ব্যবসায়ীরা

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ হঠাৎ করেই একটি চপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুই দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে মোট ছ’টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।

   

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের ভেতরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। অগ্নিকাণ্ডের(Hooghly Fire) সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। আচমকা আগুনের দাপটে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়রাও আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি ছিল যে সাধারণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসনের কর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Advertisements