দ্বিতীয় হুগলি সেতুর আদলে নকশা! অবশেষে মুড়িগঙ্গা ব্রিজের শিল্যানাস মমতার

Gangasagar Bridge Muri Ganga
Messi Event Marred by Crowd Chaos, Stadium Comes Under Official Scanner

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, এই বহু প্রাচীন প্রবাদকে আজ বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার।” সোমবার সাগরে গিয়ে বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা সেতুর শিল্যানাস করে এভাবেই সাগরবাসীকে নতুন বার্তা দিলেন প্রশাসনিক প্রধান। লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)-এর হাতে কাজের দায়িত্ব তুলে দিয়ে তিনি জানালেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই সেতুর কাজ সম্পূর্ণ হবে।

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ১,৭০০ কোটির ‘উপহার’

দীর্ঘ ছয় বছর আগে মুড়িগঙ্গার ওপর এই সেতুর স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন শিল্যানাস অনুষ্ঠানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সেতু নির্মাণের জন্য একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের ‘বিমাতৃসুলভ’ আচরণের কারণে কোনও সাহায্য মেলেনি। শেষমেশ সাগরদ্বীপের স্থায়ী বাসিন্দা এবং মেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর কথা ভেবে রাজ্য সরকার একাই ১,৭০০ কোটি টাকা বরাদ্দ করে এই প্রকল্পের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়।

   

দ্বিতীয় হুগলি সেতুর আদলে হবে নকশা Gangasagar Bridge Muri Ganga

প্রশাসন সূত্রে খবর, মুড়িগঙ্গার ওপর তৈরি হবে চার লেনের প্রায় ৫ কিমি দীর্ঘ এই সেতু। এই সেতুর প্রযুক্তিগত ও নান্দনিক নকশা হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে। মূলত কচুবেড়িয়া এবং কাকদ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করবে এই বৃহৎ পরিকাঠামো।

জমি অধিগ্রহণ ও যোগাযোগে বিপ্লব

সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যে কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই। এই সেতু নির্মাণ হলে সাগরের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে।” মেলা চত্বরে কচুবেড়িয়া ভেসেল পারাপারের দীর্ঘ লাইন ও ভোগান্তি থেকে স্থায়ী মুক্তি পেতে চলেছেন পুণ্যার্থীরা।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েই আজ এই ঐতিহাসিক শিল্যানাস সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশা, এই সেতু চালু হলে সাগরের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে এবং পর্যটনের মানচিত্রে সাগরদ্বীপ আরও উজ্জ্বল হয়ে উঠবে।

West Bengal: CM Mamata Banerjee lays the foundation stone for the ₹1,700 crore Gangasagar Bridge on Muri Ganga. Executed by L&T, this 5km bridge aims to replace vessel services and connect Sagar Island to the mainland within 2 years. Read the full report here.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন