লোকসভা ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বাংলায় পা রেখেছেন ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সেই দল দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আক্রান্তদের সঙ্গে কথা বলছেন। যদিও এসবের মাঝেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এবং বিপ্লব কুমার দেব।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, “সব জায়গায় একই গল্প। বিজেপি করলেই আপনার স্ত্রী ও বাবা-মাকে নির্যাতনের শিকার হতে হবে। মমতাজি, এটা আপনার সরকার। এখানে নারীদের মারধর করা হচ্ছে… এটা খুব গুরুতর বিষয়, মমতাজি, আপনার লজ্জা হওয়া উচিত। আমি পুলিশকে বলতে চাই, আপনাদের সামনেই আমাদের দলের কর্মীরা তাদের দুর্দশার কথা জানিয়েছে, পুলিশ যদি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাহলে সেটা ভুল হবে। আমরা জাতীয় স্তরে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেব।”
অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরএস সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, “বাংলায় মহিলাদের সম্মান দেওয়া হয় না। আমরা এই ব্যবস্থার অবসান ঘটাব। আমরা এই রিপোর্ট জেপি নাড্ডার কাছে জমা দেব এবং আমাদের টিম শুধু বিজেপি কর্মীদের সঙ্গে নয়, বাংলার সমস্ত মহিলাদের সঙ্গে মিলে বাংলাকে বর্তমান সরকারের হাত থেকে মুক্ত করার জন্য কাজ করবে।”
#WATCH | Former Tripura CM & RS MP Biplab Kumar Deb says, “Women are not given respect here… We will put an end to this system. We will submit this report to JP Nadda and our team will work not only with the BJP party workers but with all the women of Bengal to free it (Bengal… https://t.co/uFFzwQ3Y91 pic.twitter.com/azq18ep6EY
— ANI (@ANI) June 18, 2024
#AWTCH | Former Union minister & MP Ravi Shankar Prasad says, “Everywhere the same story if you’ll work for the BJP, you’ll be beaten up. If you come, your wife and parents will have to suffer violence. Mamata ji, this is your govt. Women are being beaten up here… It’s a very… https://t.co/uFFzwQ3Y91 pic.twitter.com/bJpzi8VdL9
— ANI (@ANI) June 18, 2024