ইতিমধ্যেই অনেক বিচারপতি থেকে আইপিএস তাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রেখেছেন। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে ইস্তফা দিয়ে তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস-এর চাকরি থেকে ইস্তফা দিয়ে দক্ষিণ মালদহ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন৷ এবার সেই তালিকায় জুড়তে চলেছে প্রাক্তন আইপিএস দেবাশিষ ধরের নাম। সূত্রের খবর শুক্রবার তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন দেশের রাষ্ট্রপতি৷
কিন্তু ভোটের মুখে কেনই বা চাকরি ছাড়ছেন দেবাশিষ?সূত্রের খবর, অনুব্রত গড় বীরভূমে বিজেপির লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন সদ্য প্রাক্তন IPS দেবাশিষ ধর৷ তবে দেবাশিষ নিজে এখনও এই বিষয়ে কিছু বললেননি। সংবাদমাধ্যমের খবর দেবাশিষ জানিয়েছেন সমাজ সেবা করতে চান তাই চাকরি থেকে ইস্তফা৷
প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে শীতলকুচিতে ভোট লুঠ রুখতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছিল আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে সে সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিষ ধর৷ এরপরই দেবাশিষকে সাসপেন্ড করেছিল সরকার৷ এবার নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়ে সমাজ সেবায় আগ্রহ প্রকাশ করেছেন দেবাশিষ। যদিও চাকরি ছাড়ার পর তিনি রাজনীতিতেই আসবেন এরকম কোনও ঘোষণা এখনও দেবাশিষের পক্ষ থেকে আসেনি।