HomeWest Bengal৫৯ বছর বয়সে ফের বিয়ের পিড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

৫৯ বছর বয়সে ফের বিয়ের পিড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

- Advertisement -

বেহালার গাঙ্গুলি পরিবারে ফের বিয়ের সানাই! দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি (Snehasish Ganguly)। আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। স্নেহাশিস বর্তমানে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা (CAB) সভাপতি পদে রয়েছেন।

স্নেহাশিসের বিয়ের আমন্ত্রণপত্রে নাম রয়েছে ভাই সৌরভ গাঙ্গুলি এব স্ত্রী ডোনার। ৫৯ বছরের স্নেহাশিসের সঙ্গে বছর ৪৭-এর অর্পিতার সম্পর্ক অনেক দিনের। মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেন তাঁরা। স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গাঙ্গুলি তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআরও দায়ের করেন মোম।

   

এরপর দু’জনের বৈবাহিক সম্পর্কে ইতি ঘটে। তারপরই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন স্নেহাশিস। আগামী কাল ২১ জুলাই-এ আইনিভাবে স্নেহাশিস বিয়ে করছেন অর্পিতাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। অর্পিতা ছত্তিশগড়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে।

জমিয়ে ইনিংস বর্ষার, বাংলার ৮ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস। সিএবি-র সচিদেব দায়িত্বও পালন করেছেন তিনি। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।

স্নেহাশিস গাঙ্গুলি একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদার হাত ধরেই ক্রিজে পা রাখেন সৌরভ। স্নেহাশিসের সৌজন্যে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল। ১৯৯০ সালে স্নেহাশিস চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। ভাইয়ের মতোবাঁ-হাতে ব্যাট করলেও ডানহাতি বোলার ছিলেন স্নেহাশিস।

গাড়ি থেকে নেমে জুতো নিয়ে তেড়ে গেলেন শুভেন্দু! কী এমন হল?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular