বঙ্গ রাজনীতিতে এখন তুমুল চর্চা হচ্ছে যে নামটি নিয়ে তা হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিজেপি যোগ দেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। আগামী ৭ মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন। সাংবাদিক সম্মেলনে তিনি চাঁছাছোলা ভাষায় তৃণমূলের সমালোচনা করেন।
বেশ কয়েক মাস আগে একটি চ্যানেলে প্রথম সাক্ষাৎকার দেওয়ার সময় তখনকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছিলেন, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পায়ের কাছে বসে তিনি আইন শিখেছেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে অভিজিৎ-বিকাশকে পাশাপাশি আসনেও দেখা যায়। সেই থেকেই দুজনের ঘনিষ্ঠতার কথা নানা মহলে চর্চা হতে শুরু করে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপি যোগ দিতে পারেন সেকথা অনেকে হয়ত ভাবতেও পারেননি।
বিকাশরঞ্জন ভট্টাচার্য Kolkata24x7-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, “একজন পরিণত মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাঁর সঙ্গে আমি সহমত কিনা সেটা অন্য ব্যাপার। তবে এখানে আমার বিরোধিতা করাটা অগণতান্ত্রিক। আমরা এক পেশায় ছিলাম, একে অপরকে শ্রদ্ধা করি সেটাই স্বাভাবিক।”
বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও যোগ করেন, “রাজনীতিতে আসার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। বিচারকের আসনে থেকে তিনি অনেকে স্বপ্ন দেখিয়েছিলেন। এবার বিজেপিতে যোগ দিয়ে কতটা দুর্নীতিমুক্ত কাজ করতে পারবেন সেটা তো সময় বলবে।”