Sundarban: সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী

ভোটের মুখে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। সন্দরবনে (Sundarban) চোরাশিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী বলে অভিযোগ। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চোরাশিকারি এবং বনকর্মীদের…

Sundarban: সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী

ভোটের মুখে বাংলায় বড় ঘটনা ঘটে গেল। সন্দরবনে (Sundarban) চোরাশিকারিদের হাতে খুন হলেন এক বনকর্মী বলে অভিযোগ।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চোরাশিকারি এবং বনকর্মীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকায়। এরপর রুদ্ধশ্বাস এই গুলির লড়াইয়ে মর্মান্তিক মৃত্যু হল বনকর্মী অমলেন্দু হালদার (৫৯)-এর। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার গভীর রাতেও অন্যান্য কর্মীর সঙ্গে জঙ্গল-সংলগ্ন নদীতে টহল দিতে বেরিয়েছিলেন অমলেন্দুবাবু। এরপর সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গল-অঞ্চলে টহল দেওয়ার সময়ে হঠাতই সকলের নজরে আসে হরিণশিকারীর দল।

Advertisements

এদিকে বনকর্মীদের দেখে গুলি ছুঁড়তে থাকে চোরাশিকারিরা। আর এই গুলিতেই মর্মান্তিক মৃত্যু হল রায়দিঘির বাসিন্দা অমলেন্দু হালদারের। গুলিতেই থেমে থাকে না চোরাশিকারিরা, পরে বনকর্মীর মাথায় কুড়ুলের কোপও মারা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানা। খুনের মামলা রুজু করেছে পুলিশ।