সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত এই ব দ্বীপ এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র (Bangla Pokkho)। বৃহৎ পর্যটন কেন্দ্র গড়ে উঠলেও এখানকার প্রত্যন্ত এলাকার মানুষদের এখনো জীবিকা মাছ এবং কাঁকড়া শিকার। তারা প্রজন্মের পর প্রজন্ম এই পেশাকে তাদের জীবনের সঙ্গে একাত্ম করে যায় করছে রুটি রুজি। এমন অনেক উদাহরণ আছে যেখানে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়েছেন বহু মৎসজীবি।
তারপরেও জীবনকে বাজি রেখে এই পেশায় কাজ করে যাচ্ছেন তারা। সম্প্রতি খবর পাওয়া গেছে এই মাছ কাঁকড়া ধরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দুজন আইএফএস অফিসার অফিসার রাজেন্দ্র ঝাখার (ফিল্ড ডিরেক্টর, সুন্দরবন) এবং জাস্টিন জোনস (ডেপুটি ফিল্ড ডিরেক্টর, সুন্দরবন) এই নিষেধাজ্ঞা জারি করেছেন। যাতে বিপদে পড়েছেন সুন্দরবনের মৎসজীবীরা।
বাংলা এবং বাঙালির অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাপক্ষের তরফ থেকে এই ঘটনা তুলে ধরা হয়েছে। এই সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক মাইতি এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন এবং নিন্দে করেছেন।
তিনি তার এক্স হ্যান্ডেলে স্পষ্ট বলেছেন এই প্রান্তিক মানুষেরা যাদের কাছে আর কোনো উপায় নেই। যারা প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যান এবং মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন তাদের সঙ্গে প্রতারণা করা করা হচ্ছে।
এই সমস্যায় বাংলাপক্ষ যে এই প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াবে তা স্পষ্ট করেছেন কৌশিক। কৌশিক তার বক্তব্যে বলেছেন ১৯২৭ সালে ইংরেজরা বিপ্লবীদের আটকানোর জন্য যে আইন তৈরী করেছিল, এখন কেন্দ্রীয় সরকার সেই আইন ফের বলবৎ করার চেষ্টা করছে এবং এই খেটে খাওয়া মানুষদের ভাতে মারার চেষ্টা করছে। তবে কৌশিক তার বক্তব্যে বলেছেন যে এর পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে।
যেমন হয়তো কেন্দ্র কোনো প্রকল্প করতে চায় কিংবা চোরাকারবারের স্বার্থে গরিব মানুষদের অত্যাচার করা হচ্ছে। কৌশিক বলেন এই বহিরাগত আইএফএস অফিসারেরা গরিব মানুষদের অত্যাচার করতে পারবে না। বাংলাপক্ষ এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল হবে। সমাজ মাধ্যমেও এই বার্তা নিয়ে সরব হয়েছেন কিছু মানুষ।
TMCP-র প্রতিষ্ঠা দিবসের জন্য পিছোবে না পরীক্ষা, সাফ জানালেন উপাচার্য
তাদের মতে যে মানুষ গুলো দিনের পরদিন বংশ পরম্পরায় মাছ এবং কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, তাদের কে তা করতে দেওয়া হচ্ছে না। এটা অপরাধ। তবে কৌশিকের ভিডিও বার্তা এবং এক্স হ্যান্ডেলের পোস্টে যে লড়াই করবার কথা বলা হয়েছে তা কিভাবে রূপ দেয় বাংলা পক্ষ তা সময়ই বলবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
