পিকনিকের আনন্দে শূন্যে গুলি (Firing) ছোড়ার অভিযোগ নৈহাটিতে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন স্থানে গুলি (Firing) ছোড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মালদহের পর এবার নৈহাটিতে এই ঘটনা।
নৈহাটির শিবদাসপুর থানার ভবাগাছিতে পিকনিকের আনন্দে গুলি (Firing) ছোড়ার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল প্রজাতন্ত্র দিবসে শিবদাসপুর থানার ভবাগাছিতে কয়েকজন যুবক পিকনিকের আয়োজন করেছিলেন। আচমকা শূন্যে গুলির শব্দ শুনে স্থানীয়রা চমকে ওঠেন। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবক সুরজিৎ হালদার ও প্রদীপ বর্মণকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ৭এমএম পিস্তল উদ্ধার করা হয়। ধৃতরা পুলিশকে জানায়, তারা মজার জন্যই শূন্যে গুলি ছুড়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় মদ, গাঁজা, জুয়া এবং সমাজবিরোধী কার্যকলাপ ব্যাপকভাবে চলছে। এতে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এর আগে, মালদহের মানিকচকেও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালানোর ঘটনা ঘটে ছিল। এই নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট ক্লাবের যুবকরা শূন্যে গুলি ছোড়েন। তবে প্রশ্ন উঠেছিল, তারা বন্দুক পেল কোথা থেকে? এ ঘটনায় রাজ্যে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এবং এর অপব্যবহারের বিষয়টি সামনে আসে।
এবার ভবাগাছিতে পিকনিকে গুলি ছোড়ার ঘটনায় প্রশ্ন উঠছে, কোথা থেকে বন্দুক পাচ্ছেন এই যুবকরা? বাংলায় কীভাবে এত আগ্নেয়াস্ত্র এল?
এদিকে, পুলিশের তদন্ত চলছে। আরও কাউকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শিবদাসপুর থানার পুলিশ।