ওরা যাবে আদালতে, আমরা যাবো মানুষের মাঝারে, বিজেপিকে নিশানা ফিরহাদের

চার পুর কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল। জায়গায় জায়গায় বিজয় উৎসবে মেতেছেন তৃণমূলের কেমি সমর্থকেরা। এবার দলের এহেন জয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘দেশ জুড়ে বিজেপি সরকারের অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফল একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে। যার ফলে তৃণমূল প্রতিটি নির্বাচনে বিপুল জয় পাচ্ছে। যদিও নেত্রী বিষয়টিকে মানুষের জয় বলেছেন কিন্তু আমরা বলছি সাধারন মানুষের বিশ্বাস নেত্রীর ওপর।’

Advertisements

এদিকে সোমবার বিজেপি চার পুরসভা নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘ওরা যাবে আদালতে আমরা যাব মানুষের মাঝারে।’ অন্যদিকে এদিন বিধাননগরের পুর প্রার্থী সব্যসাচী দত্ত ৪০০০ বেশি ভোট জয় লাভ করেছেন।

নিজের জয়ের বিষয়ে সব্যসাচী দত্ত জানান, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। তাঁর উন্নয়নের প্রতি মানুষের যে আস্থা আছে তার প্রতিফলন।’ বিধাননগরে ৯৫ শতাংশ আসন তৃণমূলের। জিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব্যসাচী দত্ত। দেখা করেছেন ফিরহাদ হাকিমের সঙ্গেও।

Advertisements

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ মানুষের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ । আমাদের প্রণাম । কোনওরকম গণ্ডগোল হয়নি। মানুষ শান্তপূর্ণ ভোট দিয়েছে। যে কোনও জয় আমাদের আরও বেশ মানবিক করে তুলুক। ‘