কলকাতা: ওয়াকফ আইন কার্যকর না হওয়া সত্ত্বেও রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ কেন? সেই প্রশ্ন তুলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন কলকাতার মেয়র ও রাজ্যের শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদ থেকে ভাঙড়—গত কয়েক দিন ধরেই ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সোমবার সকালে ভাঙড়ে আইএসএফ (ISF)-এর মিছিলে পুলিশের লাঠিচার্জ ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। (Firhad Hakim statement)
নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে প্রতিবাদ Firhad Hakim statement
সোমবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড় থেকে একটি প্রতিবাদ মিছিল রওনা দেয় রামলীলা ময়দানের উদ্দেশ্যে। দু’টি পথে বিভক্ত হয়ে মিছিল এগোলে, একটি অংশকে মাঝপথে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শেষে লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে পুলিশ।
এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এখানে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে এই নাটক কেন? কেবল নিজের শক্তি দেখানোর জন্য রাস্তা বন্ধ করে, মানুষের অসুবিধা করে এভাবে আন্দোলন ঠিক নয়। যদি সত্যিই প্রতিবাদ করতে চান, তাহলে দিল্লি যান। যেখানে এই আইন কার্যকর হয়েছে, সেখানেই প্রতিবাদ হোক।”
কী বললেন ফিরহাদ Firhad Hakim statement
এখানেই থামেননি ফিরহাদ। তাঁর বক্তব্য, “আমরা যখন আন্দোলনে নামি, তখনও মানুষের কথা ভাবি। এভাবে লোক দেখানো মিছিল করে রাজ্যের শান্তি ভঙ্গ করা ঠিক নয়। গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু সেটা যেন যুক্তিসঙ্গত হয়।”
আইএসএফের মিছিল ঘিরে রাজ্য রাজনীতিতে আরও একপ্রস্থ উত্তাপ যোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন, “নওশাদ তো বিএ কমিটিতে যান, একাধিকবার নবান্নে গিয়ে ওয়ান-টু-ওয়ান মিটিং করেছেন। তাহলে এখন কেন এমন মিছিল? ‘ফিশ ফ্রাই’ খাওয়ার পর এই নাটক মানায় না!”
মুখ খোলেননওশাদ সিদ্দিকিও Firhad Hakim statement
প্রতিবাদ মিছিল নিয়ে শেষ পর্যন্ত মুখ খোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। তাঁর সাফ কথা, “আমাদের মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। মিছিলে অংশ নিয়েছেন আইএসএফের কর্মী ও সমর্থকরা। যদি কেউ তৃণমূলের লোক সেজে ঢুকে পড়ে, সেটা আমাদের দায় নয়। আমরা কোনও উত্তেজনামূলক কাজ করিনি।”
অন্যদিকে, পুলিশের লাঠিচার্জ এবং তীব্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও প্রশাসন বলছে, আইন-শৃঙ্খলার স্বার্থেই ওই পদক্ষেপ করা হয়েছে।
এখন দেখার, ওয়াকফ আইন কার্যকর না হয়েও এই ধরনের প্রতিবাদ কতদূর গড়ায় এবং রাজ্য সরকারের অবস্থান সামনে কীভাবে স্পষ্ট হয়।
West Bengal: West Bengal sees heated protests over Waqf law despite its non-implementation. Firhad Hakim questions the rationale behind demonstrations. ISF-led march faces police action in Bhangar. Stay updated on this unfolding political controversy and its implications.