অমিত শাহকে ‘বাবা’ তুলে চ্যালেঞ্জ ফিরহাদের

চোপড়া ইস্যুকে বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সোমবার ফিরহাদ বলেন, পশ্চিমবঙ্গ নারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত রাজ্য। বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীদের ওপর অত্যাচারের সংখ্যা সবচেয়ে বেশি। বিজেপির উচিত নিজের দিকে আগে দেখা।

হাথরথ, উন্নাও-এর ঘটনা উল্লেখ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের পদত্যাগ দাবি করেন ফিরহাদ। ‘বাবা’ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন ফিরহাদ। তাঁর তোপ, ‘বাবা’র সাধ্য থাকলে অমিত শাহ পদত্যাগ করুক।

   

একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি। ওরা আগে নিজেদের দিকে দেখুক। তারপর পশ্চিমবঙ্গকে নিয়ে প্রশ্ন তুলবে। সন্দেশখালির ঘটনা বানিয়েছিল, এবার নতুন প্ল্যান করছে।

বাংলায় তালিবানি শাসনের ছবি! প্রেমের সম্পর্কে চোপড়ায় মহিলাকে ভয়াবহ প্রহার

রবিবার চোপড়ায় এক তৃণমূল নেতার হাতে এক তরুণী এবং তরুণের নিগ্রহের ভিডিয়ো ভাইরাল হয়। এক তরুণীকে এলোপাথাড়ি মারতে দেখা যায় তৃণমূল নেতা তাজম্মুলকে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভিডিয়োটি শেয়ার করেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও সেই ভিডিয়ো পোস্ট করেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। ‘চাপে পড়ে’ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ। ভিডিয়ো ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। বিরোধীদের দাবি, তাজম্মুল অতীতেও একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। শুধুমাত্র তৃণমূল নেতা হওয়ায় বারবার ছাড়া পেয়ে গিয়েছে।

মোদী-শাহের নতুন আইনে ঘুম উড়তে চলেছে গোটা বাংলার?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন