উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হব আমরা: বিস্ফোরক ফিরহাদ

কলকাতা: উপরওয়ালা চাইলে আমরাই সংখ্যাগুরু হবে৷ আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শনিবার একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের…

KMC Mayor Firhad Hakim Refuses to Increase Councillors' Allowance

short-samachar

কলকাতা: উপরওয়ালা চাইলে আমরাই সংখ্যাগুরু হবে৷ আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শনিবার একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব দর্শিয়ে বলেন, উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হবেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে৷ তীব্র বিরোধিতা করেছে বিরোধী বিজেপি। নিন্দায় সোচ্চার হয়েছেন অখিল ভারতীয় সন্ত সমিতি৷ (firhad hakim minority remarks)

   

‘ফিরহাদ ৩০’ নামে অনুষ্ঠানের আয়োজন firhad hakim minority remarks

শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ওই অনুষ্ঠানেই বিতর্কিত মন্তব্যটি করেন ফিরহাদ৷ তিনি বলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। আর দেশে ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদেরকে সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার যদি আশীর্বাদ থাকে, তাহলে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”

পশ্চিমবাংলাকে বাংলাদেশ করার ব্লুপ্রিন্ট firhad hakim minority remarks

ফিরহাদের এই মন্তব্যে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে৷ রে রে করে উঠেছে গেরুয়া শিবির৷ ধেয়ে এসেছে একের পর এক আক্রমণ৷ সুর চড়িয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সাম্প্রদায়িক কারা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে না ওঠে, তার জন্য অবিলম্বে পদক্ষেপ করতে হবে।” বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও তীব্র নিন্দা করেছেন৷ এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এটা কি ঘৃণা ভাষণ নয়? ভারতকে বাংলাদেশ করে তোলার ব্লুপ্রিন্ট। ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের মুখ বন্ধ কেন? ফিরহাদের এই মন্তব্য নিয়ে তাঁরা মতামত জানাক৷ আমি তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছি।” 

ফিরহাদের মন্তব্য দুর্ভাগ্যজনক

অন্যদিকে, ফিরহাদ হাকিমের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলায় বিজেপির কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কলকাতার অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে।”

West Bengal: Kolkata Mayor Firhad Hakim’s remarks on minority population spark controversy. BJP and Akhil Bharatiya Sant Samiti criticize his statement. Political tensions rise in West Bengal.