‘বাংলা বললেই বাংলাদেশি?’ শহিদ মঞ্চে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক ফিরহাদ

কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের সভা শুধু স্মরণ নয়, হয়ে উঠল সরব প্রতিরোধের বার্তা। তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ও…

‘বাংলা বললেই বাংলাদেশি?’ শহিদ মঞ্চে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক ফিরহাদ

কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের সভা শুধু স্মরণ নয়, হয়ে উঠল সরব প্রতিরোধের বার্তা। তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim at Shahid Diwas)। বললেন, “বাংলা বললেই বাংলাদেশি? আমাকে কেউ বাংলা বলার জন্য বাইরে পাঠাতে পারবে না। বাংলাভাষীদের অপমান করলে গর্জে উঠুন!”

জাতপাতের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে বার্তা 

সাম্প্রতিক রাজনৈতিক আবহে ‘বাংলা-বিরোধিতা’ এবং জাতপাতের বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে মোক্ষম বার্তা দিতে দেখা গেল তাঁকে। নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তিনি। বলেন, “আমাদের এখান থেকে এক জন ওই দিকে গিয়ে ভিড়েছেন।” বিজেপির দিকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, “কেন্দ্রে ওরা ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িক উস্কানি চলছে। এটা রবীন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দের বাংলা- এখানে ভাগাভাগির রাজনীতি চলবে না।”

   

২১ জুলাই ১৯৯৩ সালের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তখন সিপিএম ক্ষমতায় ছিল। আজও দরকার হলে আমরা রক্ত দেব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।”

Advertisements

বাংলাভাষী ও বাঙালির আত্মপরিচয়ের প্রসঙ্গ

বাংলাভাষী ও বাঙালির আত্মপরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, “আমি বাংলায় কথা বলি, তাই বাংলাদেশি? এই মাটিতেই খেয়ে-বড় হয়েছি আমরা। কারও সাধ্য নেই আমাদের বাংলা থেকে তাড়ানোর।”

২১ জুলাইয়ের সভা থেকে যেমন শহিদদের শ্রদ্ধা জানানো হল, তেমনই স্পষ্ট করে দেওয়া হল, আগামী রাজনৈতিক লড়াইয়ে ‘বাংলা ও বাঙালির মর্যাদা’ হবে তৃণমূলের অন্যতম অস্ত্র।