Malda: বাজি নাকি বোমা বিস্ফোরণ? ইংরেজবাজারে আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা

সকালে প্রবল বিস্ফোরণের পর ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা। স্থানীয় নেতাজি পুর বাজারের একটি বাজির দোকানে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

Malda: বাজি নাকি বোমা বিস্ফোরণ? ইংরেজবাজারে আগুন নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা

সকালে প্রবল বিস্ফোরণের পর ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা। স্থানীয় নেতাজি পুর বাজারের একটি বাজির দোকানে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাজি ফেটেছে নাকি বোমা বিস্ফোরণ তা নিয়ে তীব্র বিতর্ক।

দাউ দাউ করে জ্বলছে আগুন। স্থানীয়দের একাংশের দাবি, ওই বাজি দোকানে বিপুল পরিমাণ বাজির বারুদ মজুত করা ছিল। দমকলকর্মীরাও সেই একই দাবিতে শিলমোহর দিয়েছেন। কারোর দাবি ওখানে বোমা রাখা ছিল।

   

দমকলের ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। দমকলকর্মীরা লাগাতার জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন , কিন্তু দোকানে বিস্ফোরক পদার্থের উপস্থিতির কারণে পকেট ফায়ার থেকে নতুন করে ছড়াচ্ছে আগুন।

দমকল জানাশ্র নতুন করে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। ভিতরে আরও কেউ আটকে আছে কিনা তাও বোঝার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

ইংরেজবাজারে, পুরসভার নাকের ডগায় এমন ঘিঞ্জি জায়গায় কীভাবে বাজির দোকানের অনুমতি মিলল তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে লাগল আগুন তা এখনও স্পষ্ট নয়।

Advertisements