রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, প্রশ্নের মুখে প্রশাসন

   ভোট মিটতেই আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা গ্রাম। রবিবার রাতে একটি অবৈধ্য বাজি কারখানায় বিস্ফোরণে ফের চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের…

fire crackers
  

ভোট মিটতেই আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা গ্রাম। রবিবার রাতে একটি অবৈধ্য বাজি কারখানায় বিস্ফোরণে ফের চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে আস্ত বাড়ি। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে কোলাঘাটের পয়াগ গ্রাম। পুলিশ ওই ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছে।

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, রবিবার রাত ১০ নাগাদ বীভৎস আওয়াজে কেঁপে উঠে এলাকা। কোলাঘাটের পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়ি থেকে আচমকা বীভৎস আওয়াজ পাওয়া যায়। তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন আশেপাশের লোকজন। তাঁরা দেখেন দাউদাউ করে ওই বাড়িটিতে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশেও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়ি। ভেঙে গিয়েছে বাড়িটির একাংশ। আশপাশের ৪-৫টি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

   

স্থানীয়রা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসনের নাকের নীচে সবকিছু চললেও এতদিন পুলিশ প্রশাসন চুপ করে আছে। আপাতত গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জোর তদন্ত চলছে বলেই জানানো হয়েছে।