ভোট বাজারে এবার রাজ্যে ঘটে গেল বড় ঘটনা। আজ বুধবার আচমকাই আগুন (Fire) লাগল পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগে। এদিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও তীব্র গতিতে ভাইরাল হয়েছে। আজ শিলিগুড়ি পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগে (Siliguri Municipal Corporation) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গলগল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। এছাড়া আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
#WATCH | Siliguri, West Bengal: Fire breaks out at the Siliguri Municipal Corporation’s trade license department. Efforts to douse the fire are underway. No casualties have been reported so far. pic.twitter.com/45tHGLzsyG
— ANI (@ANI) May 29, 2024