Dumdum Fire: দমদমে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

বিধ্বংসী আগুন লাগল দমদমে (Dumdum Fire)। দমদমের ছাতাকলে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। এদিকে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে সর্বস্ব খুইয়ে মাথায় হাত সাধারণ মানুষের। চারিদিকে মানুষের তীব্র হাহাকার যে কারোর বুক কাঁপিয়ে দেবে। 

   
Advertisements

দমকল মন্ত্রী সুজিত বসু জানাচ্ছেন, ‘আগুন নেভাতে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে দমকলের রোবট।’ এদিকে স্থানীয়দের বক্তব্য, এই বিধ্বংসী আগুনে ৪০ থেকে ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।