
সাগর: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোরে কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলোতে আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হোগলার তৈরি ছাউনি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ভোরবেলার আতঙ্ক
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর ৫টা নাগাদ যখন গোটা মেলা চত্বর কুয়াশায় ঢাকা ছিল, তখনই একটি অস্থায়ী ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতার ছাউনি হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ নেয়। একের পর এক ছাউনি পুড়ে ছাই হতে থাকে। প্রাণের ভয়ে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করেন। প্রথমে স্থানীয়রা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
প্রশাসনের তৎপরতা Fire at Gangasagar Mela
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কিছু অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর নেই। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকেই এই বিপত্তি।
শুভেন্দু অধিকারীর দাবি ও বিতর্ক
এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন যে, এই আগুনে গঙ্গাসাগর মেলার ‘পুলিশ কন্ট্রোল রুম’ পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম পুড়ে যাওয়ার বিষয়টি নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। প্রশাসনের এক আধিকারিক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মেলা শুরুর ঠিক মুখেই কপিলমুনির আশ্রমের এত কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। প্রতি বছর মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে হোগলার ছাউনিতে অগ্নি-নির্বাপক ব্যবস্থা কতটা মজবুত, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং মেলা চত্বরে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।
West Bengal: A massive fire broke out near Kapil Muni Ashram at Gangasagar Mela early Friday, gutting several temporary shelters. While Suvendu Adhikari claims the police control room was destroyed, officials investigate short-circuit as the potential cause.










