ইডি-সিবিআই অফিসার সেজে প্রতারণা, ডায়মন্ড হারবারে ফাঁস ভুয়ো চক্র, গ্রেফতার পাঁচ

কলকাতা: ডায়মন্ড হারবারে গড়ে উঠেছিল এক অভিনব প্রতারণার কারখানা। ভাড়া বাড়ি নিয়ে খুলে বসা হয়েছিল গোয়েন্দা সংস্থার অফিস। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না,…

Fake central agency office busted

কলকাতা: ডায়মন্ড হারবারে গড়ে উঠেছিল এক অভিনব প্রতারণার কারখানা। ভাড়া বাড়ি নিয়ে খুলে বসা হয়েছিল গোয়েন্দা সংস্থার অফিস। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, ভেতরে বসে চলছে ভুয়ো ইডি-সিবিআই দপ্তরের আসর। নিজেদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছিল মোটা টাকা।

গোপন সূত্রে খবর

শেষ পর্যন্ত খবর পৌঁছয় পুলিশের কানে। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। ১৪ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় সেই ভুয়ো গোয়েন্দা অফিসে হানা দিয়েই ফাঁস হয়ে যায় প্রতারণার চক্র। গ্রেফতার করা হয় ফাল্গুনি চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং জামাল হালদার নামে মোট ৫ জনকে।

   

অভিযানে বাজেয়াপ্ত হয়েছে জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকদের ভুয়ো সার্টিফিকেট, একাধিক জাল পরিচয়পত্র এবং নথি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর মূল পান্ডা ফাল্গুনি চট্টোপাধ্যায়, যার বাড়ি কলকাতার লেক থানার এলাকায়। শুধু ডায়মন্ড হারবার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে অফিস খুলে একই কায়দায় প্রতারণা চালাত এই চক্র।

ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলেছিল প্রতারণা Fake central agency office busted

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “একটা ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলেছিল ওরা। ভুয়ো আই কার্ডও বানায়। নিজেদের কখনও ইডি, সিবিআই, কখনও নারকোটিক্স অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা তুলত। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই।”

Advertisements

পুলিশ এখন খতিয়ে দেখছে, এই ভুয়ো অফিসগুলির মাধ্যমে আসলে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে।

West Bengal: West Bengal police have busted a fake CBI and ED office operating from a rented house in Diamond Harbour. The fraudsters, posing as central agency officers, extorted money from businessmen. Five people, including the mastermind, have been arrested, and numerous fake documents have been seized.