নকল মদের ছিপি তৈরির কারখানা সিল, যোগ ভিন রাজ্যের

নারকেলডাঙায় দামি মদের নকল ছিপি তৈরির কারখানার হদিশ। আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। এই গোটা ঘটনার সঙ্গে ভিন রাজ্যের যোগ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক…

নকল মদের ছিপি তৈরির কারখানা সিল, যোগ ভিন রাজ্যের

নারকেলডাঙায় দামি মদের নকল ছিপি তৈরির কারখানার হদিশ। আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। এই গোটা ঘটনার সঙ্গে ভিন রাজ্যের যোগ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত বেশ কয়েকদিন আগে নারকেলডাঙ্গা এলাকা থেকে একটি অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা তদন্তে নামে। ২১ সেপ্টেম্বর নারকেলডাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা।

ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তারা কলকাতা শহরের এই এলাকায় বেআইনি কারবারের হদিশ পায়। এই কারখানায় যখন তারা হানা দেয় সেখান থেকে দামি মদের ভেজাল স্টিকার তৈরির সমগ্র সামগ্রী মেলে। এছাড়াও ওই কারখানা থেকে দামি মদের প্রচুর পরিমাণে নকল ছিপি উদ্ধার হয়েছে। এর সঙ্গেই উদ্ধার হয়েছে একাধিক যন্ত্রাংশ। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এটি বেলগাছিয়া এলাকার উল্টোডাঙ্গা থানার মধ্যে পড়ে।

Advertisements

বর্তমানে পুলিশের গোটা কারখানাটি সিল করে দিয়েছে। এই গোটা ঘটনার পেছনে ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ভিন রাজ্যে যে নকল মদ তৈরি করা হতো এখান থেকে সেই ছিপি, স্টিকার, পাচার করা হতো।