মোদীর আগমন ঘিরে সিঙ্গুরে ব্যাপক প্রস্তুতি, সাজ সাজ রব

শনিবার মালদহে জনসভা শেষে রবিবার সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM MODI) । এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেলা জুড়ে তৈরি হয়েছে এক…

India-Germany Relations Set to Grow, Says PM Modi to Chancellor Merz

শনিবার মালদহে জনসভা শেষে রবিবার সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM MODI) । এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেলা জুড়ে তৈরি হয়েছে এক চমৎকার সাজ সাজ রব। শহর এবং গ্রামাঞ্চল সব জায়গায় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সিঙ্গুরে পৌঁছানোর (PM MODI) আগেই প্রশাসন নিরাপত্তার জোরদার ব্যবস্থা করেছে। বিভিন্ন রাস্তা ও প্রধান প্রবেশপথগুলোতে পুলিশ এবং আধা-সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও, জনসাধারণের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস এবং যানবাহনের জন্য পৃথক রুট নির্ধারণ করা হয়েছে।

Advertisements

বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। সভা ঘিরে বিভিন্ন ব্লক ও গ্রাম থেকে সমর্থকরা সিঙ্গুরে জমায়েত হচ্ছেন। ব্যানার, পোস্টার এবং পতাকা দিয়ে সাজানো হয়েছে শহরের বিভিন্ন মোড়।(PM MODI) সকালের দিকে এলাকায় ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরাও সাজ সাজ রবকে স্বাগত জানাতে দোকান ও অফিসের সামনে পতাকা, ফুল এবং ব্যানার দিয়ে শোভা বাড়িয়েছেন।

   

এবারের সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিঙ্গুরে সেই জমিতে মঞ্চ তৈরি হয়েছে যেখানে আগে টাটার গাড়ি কারখানা স্থাপনের পরিকল্পনা ছিল। যদিও সেই প্রকল্প শেষপর্যন্ত বন্ধ হয়েছিল, তবুও সেই জমি রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসের দিক দিয়ে গুরুত্বপূর্ণ। মঞ্চ তৈরি হওয়া এলাকায় বিভিন্ন ধরনের আলোকসজ্জা এবং ব্যানার দিয়ে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।

সিঙ্গুরের সাধারণ মানুষও(PM MODI) এই সভাকে গুরুত্ব দিচ্ছেন। অনেকেই পরিবার নিয়ে সভায় যোগ দিতে আসবেন। শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক এবং যুবকরা বিভিন্ন প্যানেল ও ব্যানার হাতে নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়াও, সিঙ্গুরের স্থানীয় প্রশাসন প্রতিটি ব্লকে সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই এলাকা জুড়ে জনসমুদ্র দেখা যায়। ক্রীড়া ক্ষেত্র, খোলা মাঠ এবং রাস্তার পাশে বহু মানুষ বসে বা দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যানার হাতে তুলেছেন, কেউ আবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গান বা ঢোল বাজাচ্ছেন। শহরের শিশু এবং বৃদ্ধরাও উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছেন।

 

 

Advertisements