
ছাত্রনেতা আনিস খান হত্যা মামলায় বিস্ফোরক তথ্য সামনে এল। বুধবার আনিস হত্যা মামলায় আমতা থানার দুজন পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার করা হয় হোমগার্ড হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। এবার তাঁরা বিস্ফোরক মন্তব্য করলেন।
তাঁদের বক্তব্য, ‘আমতা থানার ওসির নির্দেশেই আমরা আনিসের বাড়িতে গিয়েছিলাম। আমরা কিছু করিনি, আমাদের বলির পাঁঠা করা হয়েছে।’
বুধবার রাজ্য পুলিশের ডিজি এম মনোজ মালব্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ফের ময়নাতদন্তের জন্য সিট আবেদন করে। আগেই ৩ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।’
ডিজি আরও জানিয়েছেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে নিয়ে আসবে পুলিশ। কী হয়েছিল তা পড়ে জানাবে পুলিশ।’
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










