Netaji Birthday: ক্ষোভ নিয়েও নেতাজী জন্মদিনে বিশ্বভারতীতে পরীক্ষা

২৩ জানুয়ারি দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মবার্ষিকী। দেশজুড়ে পালন করা হচ্ছে মহান বিল্পবীর জন্মদিন। কিন্তু রবীন্দ্রনাথের মাটিতে নেতাজীর…

Netaji Birthday: ক্ষোভ নিয়েও নেতাজী জন্মদিনে বিশ্বভারতীতে পরীক্ষা

২৩ জানুয়ারি দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মবার্ষিকী। দেশজুড়ে পালন করা হচ্ছে মহান বিল্পবীর জন্মদিন। কিন্তু রবীন্দ্রনাথের মাটিতে নেতাজীর কদর কোথায়? নেতাজীকে রবিঠাকুর ‘দেশনায়ক’ হিসেবে অভিহিত করেছিলেন। অথচ নেতাজীর জন্মদিনে কিছুই পালনও করা হল না বিশ্বভারতীতে। চলছে পরীক্ষা।

জানা গিয়েছে ২৩ জানুয়ারি নির্ধারিত সময়ে ভাষা ভবনে সাঁওতালি ভাষার পরীক্ষা শুরু হয়েছে। মনে আক্ষেপ নিয়ে শিক্ষার্থীরা এসেছে এবং পরীক্ষায় বসেছে বলে খবর।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই মতোই, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও বিজ্ঞপ্তি দিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়ে। ২২ জানুয়ারির পরীক্ষাও স্থগিত করা হয়। অথচ, ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে কোনও ছুটি নেই। যা নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রী থেকে অধ্যাপকরা।

Advertisements

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। নেতাজীর জন্মদিবসের আগের দিন পার্ক সার্কাসের সভা থেকে এই আহ্বান ফের তিনি জানিয়েছেন। এর আগেও তিনি কেন্দ্রীয় সরকারকে এই অনুরোধ জানিয়েছিলেন।

কেন্দ্রীয় সরকার নেতাজী বার্ষিকীকে অন্তর্ভুক্ত করার জন্য ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আগে। এর আগে কেন্দ্র ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করে।