Jhargram: ঝাড়গ্রামে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল ক্ষুধার্ত হাতি

হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যু হল হুলাপার্টির এক সদস্যের। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথল বনি গ্রামে প্রায় ৮ টি হাতির একটি হাতির দল…

elephant attack in Jhargram

হাতির হানায় ঝাড়গ্রামে মৃত্যু হল হুলাপার্টির এক সদস্যের। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথল বনি গ্রামে প্রায় ৮ টি হাতির একটি হাতির দল ঢুকে পড়ে। খাবারের সন্ধানেই ঢুকে পড়ে হাতির দল। এরপর গ্রামবাসীরা বনদফতরে খবর দেন।

Advertisements

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় হাতি তাড়ানো হুলাপার্টির সদস্যরা। জানা গিয়েছে হাতি ড্রাইভ করার সময় হাতির মুখে পড়ে একজন। তিনি ২২ বছরের চন্দ্রকান্ত মণ্ডল। পালাতে তিনি অসফল হন, হাতিটি পিছনে তাড়া করে তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। আছাড়ের অভিঘাতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় চন্দ্রকান্তের।

   

এরপর বনদফতরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ চন্দ্রকান্তকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা চন্দ্রকান্তকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য ঝাড়গ্রামে পুলিশি মর্গে পাঠানো হয়েছে।

বারবার হাতির হানায় মৃত্যুতে উদ্বিগ্ন গ্রামবাসী থেকে বনদফতরের কর্মীরা। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বনদফতর।