বাংলায় ৯৫ শতাংশ ভোটারকে ফর্ম, রাজ্যে ফের পরিদর্শনে কমিশন

voter-surge-bengal-border-infiltration-investigation

রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ফের আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম (Election Commission)। এর মধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রায় ৯৫ শতাংশ ভোটার ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৭ কোটি ২৭ লক্ষের বেশি ভোটারের হাতে পৌঁছে গেছে প্রয়োজনীয় ফর্ম। মোট সংখ্যার হিসেবে যা প্রায় ৯৪.৯১ শতাংশ। এখনও প্রায় ৩৯ লক্ষ ভোটার ফর্ম না পেলেও কমিশন জানিয়েছে, শুক্রবারও ফর্ম বিলি চলবে এবং প্রতিটি ভোটারের কাছেই ফর্ম পৌঁছবে।

Advertisements

কমিশনের এই এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া চলছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর অংশ হিসেবে। গত ২৭ অক্টোবর দেশে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু করার ঘোষণা করে কমিশন। এরপর ৪ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিলির কাজ শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সে সময় জানিয়েছিলেন, এসআইআর ঘোষণার পর রাজ্যে ভোটার তালিকা আপাতত ‘ফ্রিজ’ করা হয়েছে। সেই সময়ের ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। অর্থাৎ এত সংখ্যক ভোটারের কাছেই পৌঁছে দিতে হবে এনুমারেশন ফর্ম।

   

যদিও প্রথমে ১১ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়সীমার শেষে দেখা যায় এখনও ১ কোটির বেশি ভোটার ফর্ম পাননি। ১১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মিলেছে ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ফর্ম বিতরণের তথ্য। ফলে সময়সীমা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়তি সময় হাতে পেয়ে বিএলও-রা এলাকায় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দ্রুত গতিতে ফর্ম দেওয়া শুরু করেন।

Advertisements

ফলে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ৯৫ শতাংশের কাছাকাছি ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিতে সক্ষম হয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, শুক্রবারও ফর্ম বিতরণ চলবে, যাতে অবশিষ্ট ৩৯ লক্ষের মতো ভোটারের কাছেও জরুরি নথি পৌঁছানো যায়। কমিশনের বক্তব্য, কোনও ভোটার যেন বাদ না যান, সেটাই তাদের লক্ষ্য।

এদিকে, এনুমারেশন ফর্ম বিলির মাঝেই ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এর আগে ফর্ম বিতল শুরু হওয়ার পরপরই কমিশনের একটি প্রতিনিধিদল রাজ্যের উত্তরবঙ্গের কয়েকটি জেলা ঘুরে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি ও ত্রুটি-বিচ্যুতি খতিয়ে দেখেছিল। এবার সেই টিম আবার রাজ্যে আসছেন। আগামী সপ্তাহেই তাঁদের সফর হওয়ার কথা। যদিও, এবার কোন কোন জেলা বা কোন কোন এলাকায় তাঁরা পরিদর্শন করবেন, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলটি এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন সংবেদনশীল এলাকা অথবা যেখানে ফর্ম বিলি প্রক্রিয়া তুলনামূলক ধীর, সেসব জায়গায় নজরদারি করতে পারে।