তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) শোকজ নোটিস ধরাল নির্বাচন কমিশন। ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতেই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন। জানানো হয়েছে, অভিজিতের ওই মন্তব্য ‘বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং কুরূচিকর।’ যা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।
কী বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
গত বুধবার হলদিয়ার চৈতন্যপুরে বিজেপির নির্বাচনী সভা ছিল। অভিযোগ, সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিতবাবু। যার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায় ‘তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়। কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়?’
Calcutta High Court: সন্দেশখালির মাম্পির জামিন, ম্যাজিস্ট্রেট-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্যের উল্লেখ করেই শুক্রবার রাজ্যের শাসকদল সরব হয়। জাতীয় নির্বাচ কমিশনে অভিযোগ দায়ের করে শাসক শিবির। যার পরিপ্রেক্ষিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নোটিস ধরাল নির্বাচন কমিশন।
Amit Shah: সরকার গড়তে কেন বিজেপির ‘প্ল্যান-বি’ নেই? বিস্ফোরক জবাব অমিত শাহ-র