Sagardighi by-election: নির্বাচনের মুখে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল কমিশন

OC Abhijit Sarkar before Sagardighi by-election

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন (Sagardighi by-election)৷ তার আগে ওসি অভিজিৎ সরকারকে (OC Abhijit Sarkar) সরিয়ে দিল কমিশন (Election Commissio)৷ এমনকি নির্বাচনের কোনও কাজেই অংশগ্রহণ করতে পারবেন না তিনি। অন্য জেলা থেকে নতুন ওসিকে নিয়োগের নির্দেশ দিল কমিশন৷ নির্বাচনের প্রাক মুহুর্তে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়েছে৷

শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশ পাঠানো হয়েছে৷ যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। কমিশনের নির্দেশ, শূন্যপদে রাজ্য প্রশাসনের পাঠানো তালিকা অনুযায়ী জেলার বাইরে থেকে কোনও পুলিশ আধিকারিককে নিয়োগ করতে হবে। একইসঙ্গে নতুন ওসি দায়িত্ব গ্রহণের খবর শুক্রবার রাতেই কমিশনকে জানাতে হবে।

   

ইতিমধ্যেই সাগরদিঘি নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারে নেমেছে সমস্ত দল৷ নিজে সেখানে উপস্থিত থেকে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দিলীপ সাহার হয়ে প্রচারে বিরাট জোর দিয়েছেন তিনি৷ শুধুমাত্র সাগরদিঘি নয়, জঙ্গিপুরের ওসির বদল চাইছেন তিনি৷

তবে বাড়তি অ্যাডভান্টেজ থাকছে তৃণমূলের। কারণ, এই কেন্দ্র থেকে দীর্ঘ দিন বিধায়ক পদে জয়লাভ করেছেন সুব্রত সাহা৷ এমনকি মমতা সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। তার অকাল প্রয়াণে এই কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন৷ অন্যদিকে, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবার চমক দেখাতে পারে৷ এমনটাই আশাবাদী বাম ও কংগ্রেস জোট৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন