কেন্দ্রীয় আধিকারিকদের মাইক্রো অবজার্ভার নিয়োগ করে নয়া খেল নির্বাচন কমিশনের

কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ (Election Commission)নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।…

election-commission-micro-observers-west-bengal

কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ (Election Commission)নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। কমিশন ঠিক করেছে, রাজ্যে প্রায় ৩০০০ থেকে ৪০০০ কেন্দ্রীয় সরকারি আধিকারিক এবং কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) ও জাতীয়কৃত ব্যাঙ্কের গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ইলেকটোরাল রোল মাইক্রো অবজার্ভার’ হিসেবে নিয়োগ করা হবে।

Advertisements

এই অবজার্ভাররা শুনানি পর্বে প্রতিটি টেবিলে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবেন। ড্রাফট ভোটার লিস্ট প্রকাশের পর থেকে ফাইনাল লিস্ট প্রকাশ পর্যন্ত অর্থাৎ আগামী ১৪ বা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।এই SIR প্রক্রিয়া গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। ড্রাফট ভোটার লিস্ট ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে, যাতে রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় ৭.৬৬ কোটি।

   

লোন নেওয়ার আগে এই গুরুত্বপূর্ণ শর্তগুলো জানুন, না হলে বাড়বে খরচের বোঝা

এর মধ্যে প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে ম্যাপ করা যায়নি, তাই তাঁদের শুনানিতে ডাকা হবে। এছাড়া প্রায় ১.৩ কোটি ভোটারের প্রোজেনি ম্যাপিংয়ে লজিক্যাল ত্রুটি ধরা পড়েছে, তাঁদেরও একাংশের শুনানি হতে পারে। শুনানি পর্ব সম্ভবত ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং জেলা ম্যাজিস্ট্রেট অফিসগুলোতেই অনুষ্ঠিত হবে নিরাপত্তার স্বার্থে।মাইক্রো অবজার্ভারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা বুথ লেভেল অফিসারদের (BLO) ডিজিটাইজড এনুমারেশন ফর্মের এন্ট্রি যাচাই করবেন, ভোটার লিস্টের সঙ্গে জন্ম-মৃত্যু রেজিস্টার মিলিয়ে দেখবেন, নোটিসপ্রাপ্ত ভোটারদের জমা দেওয়া ডকুমেন্টস পরীক্ষা করবেন, ক্লেইম ও অবজেকশনের ডকুমেন্টস যাচাই করবেন এবং শুনানি প্রক্রিয়ায় কোনো বিচ্যুতি হচ্ছে কি না, তা নজর রাখবেন। এঁরা ইলেকটোরাল রোল অবজার্ভার এবং স্পেশাল ইলেকটোরাল রোল অবজার্ভারদের সহায়তা করবেন।

উল্লেখ্য, এই মাইক্রো অবজার্ভাররা জেলা ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের অধীনে থাকবেন না—তাঁরা সরাসরি রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার (CEO) এবং কমিশনের নিয়োগ করা স্পেশাল রোল অবজার্ভারদের কাছে রিপোর্ট করবেন। এই স্পেশাল রোল অবজার্ভাররা সাধারণত সার্ভিং বা রিটায়ার্ড আইএএস অফিসার।রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই অবজার্ভাররা শীঘ্রই রাজ্যে পৌঁছবেন এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসন তাঁদের লজিস্টিক্যাল সাপোর্ট ও নিরাপত্তা দেবে, এবং দায়িত্বকালীন সময়ের জন্য যথাযথ পারিশ্রমিকও মিলবে। কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) মোতায়েনের অনুরোধ করেছে CEO অফিসের নিরাপত্তার জন্য, যা মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়া পর্যন্ত চলবে।

Advertisements