বাংলায় SIR: ভোটারদের সংশয় কাটাতে চালু হেল্পলাইন, নয়া উদ্যোগ কমিশনের

Tensions Rise in First Phase of Elections as Deputy Chief Minister Attacked Amid Voting
Tensions Rise in First Phase of Elections as Deputy Chief Minister Attacked Amid Voting

কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision) সংক্রান্ত জনগণের সমস্ত সন্দেহ ও অভিযোগ অবিলম্বে মেটাতে নির্বাচন কমিশন নতুন উদ্যোগ নিয়েছে। ভোটার তালিকা নিয়ে প্রশ্ন-উত্তর ও অভিযোগ নিবন্ধনের জন্য চালু করা হয়েছে কেন্দ্রীয় হেল্পলাইন ১৯৫০, পাশাপাশি রাজ্য ও জেলা পর্যায়ে পৃথক যোগাযোগ কেন্দ্রও গঠন করা হচ্ছে, সবই স্বচ্ছতা ও দ্রুততার প্রতিশ্রুতি নিয়ে।

কমিশন একাধিক সহায়তা চ্যানেল

কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নির্বাচনী তালিকার এই বিশেষ সংশোধন একটি রুটিন কার্যক্রম; বিহারসহ অন্যান্য রাজ্যেও অনুরূপ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে না। জনগণের আস্থা বজায় রাখতে এবং প্রক্রিয়ার স্বচ্ছতা প্রদর্শনের জন্য কমিশন একাধিক সহায়তা চ্যানেল সক্রিয় করেছে।

   

জাতীয় যোগাযোগ কেন্দ্র अब দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন হিসেবে কাজ করবে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নম্বরে টোল-ফ্রি ১৮০০-১১-১৯৫০ যোগাযোগ করা যাবে। এখানে প্রশিক্ষিত কাস্টমার কেয়ার কর্মীরা ভোটার তালিকা, নাম অন্তর্ভুক্তি, ভুল ঠিকানা, ডুপ্লিকেট রেকর্ড ইত্যাদি বিষয়ে তথ্য দেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করবেন।

পৃথক কন্ট্যাক্ট সেন্টার Election Commission Helpline

সব রাজ্য ও জেলাকে সংশ্লিষ্ট স্থানীয় ভাষায় দ্রুত সেবা দিতে আলাদা কন্ট্যাক্ট সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, জমা হওয়া প্রতিটি প্রশ্ন ও অভিযোগ National Grievance Service পোর্টালের মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা হবে যাতে কোনো অনুপস্থিতি বা অনিশ্চয়তা থেকে যায় না।

সরাসরি বুথ লেভেল অফিসার (BLO)–এর সঙ্গে যোগাযোগের সুবিধাও সম্প্রসারিত হয়েছে৷ ECINET প্ল্যাটফর্ম ও ECINET মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই তাদের BLO-কে অনুসন্ধান করে প্রত্যক্ষভাবে প্রশ্ন-উত্তর ও সমস্যা সমাধান পেতে পারবেন। কমিশন সব সিইও, ডিইও ও ইআরও-কে নির্দেশ দিয়েছে যে জমা হওয়া অভিযোগসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে।

ই-মেইলের মাধ্যমে অভিযোগ

ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে ইচ্ছুক নাগরিকরা complaints@eci.gov.in -এ তাদের সমস্যা পাঠাতে পারেন। কমিশন এই নতুন পরিষেবা গুলোকে পুরনো অভিযোগ-নিবারণ পদ্ধতির পরিপূরক হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, তারা পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন