Abijit Ganguly: বড় ফাঁপড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টার…

Election Commission has issued 24 hours ban on Tamluk bjp candidate Abhijit Ganguly's campaign, বড় ফাঁপড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত সপ্তাহে এক প্রচারসবায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের নিন্দায় সরব হয়েছিল তৃমমূল। নির্বাচন কমিশনেও অভিযোগ জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

   

তৃণমূলের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে ‘অশ্লীল ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি। তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তাই তাঁর বিরুদ্ধে কমিশনকে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে। বিজেপি প্রার্থীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অভিজিৎ বা অন্য কোনও বিজেপি নেতা যাতে ভবিষ্যতে এই ধরণের ব্যক্তিগত এবং অসম্মানজনক মন্তব্য না করেন সেটাও নিশ্চিত করতে হবে কমিশনকে। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল কমিশন। এবার কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন।

কী বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির এক প্রচার সভায় প্রাক্তন বিচারপতিকে বলতে শোনা যায়, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়!‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতেই থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন। সেজন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন।’

Karthik Maharaj: আতঙ্কে থরহরিকম্প কার্তিক মহারাজের! আশ্রমিকদের জন্য জানালেন বড় আর্জি